Logo
Logo
×

রাজধানী

নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১২:৪৭ পিএম

নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ফাইল ছবি।

রাজধানীর একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় নিচে পড়ে মো. জুয়েল (৪৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।  শনিবার (২৯ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে চকবাজার থানাধীন উর্দু রোড এলাকার সাততলা ভবনের তৃতীয় তলায় কাজ করার সময় তিনি নিচে পড়ে গুরুতর আহত হন।

সহকর্মী মো. মানিক জানান, ভবনের তৃতীয় তলায় রিংয়ের কাজ করতে গিয়ে হঠাৎ অসাবধানতাবশত জুয়েল নিচে পড়ে যান। তাৎক্ষণিকভাবে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত জুয়েলের গ্রামের বাড়ি বগুড়া জেলার আদমদিঘী থানার নরশেদপুর গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ ইউনুস মিয়া। বর্তমানে তিনি উর্দু রোডের ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন। 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।  এ ঘটনায় সংশ্লিষ্ট চকবাজার থানাকে অবগত করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম