Logo
Logo
×

রাজধানী

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২৮ এএম

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

ফাইল ছবি।

রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। শুক্রবার (৫ ডিসেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

জামায়াতে ইসলামীর কর্মসূচি

• সকাল ৯টা ৩০ মিনিট : কেরানীগঞ্জের জনি টাওয়ার মোড়ে ঢাকা-৩ আসনের বিশাল নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন জেলা আমীর মাওলানা দেলোয়ার হোসাইন এবং ঢাকা-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. শাহীনুর ইসলাম।

ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা

• সকাল ১০টা : রাজধানীর তেজগাঁওয়ের বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে ভবন মালিকদের দায়িত্বশীলতা নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।

বিএনপির কর্মসূচি

• বিকাল ৩টা : ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হকের নেতৃত্বে রুপনগর থানা এলাকায় ‘নির্বাচনি গণ সংযোগ ও মিছিল’ অনুষ্ঠিত হবে।

নির্বাচনি ছাত্র ও যুব সমাবেশ

• বিকাল ৪টা : ঢাকা-১১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে মেরুল বাড্ডার ডি আই টি মাঠ প্রাঙ্গণে ছাত্র ও যুব সমাবেশের আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন ঢাকা-১১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমান।

পরিবেশ উপদেষ্টার কর্মসূচি

• সন্ধ্যা ৬টা ৩০ মিনিট : ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় লেদার ইন্ডাস্ট্রি চেঞ্জমেকার অ্যাওয়ার্ডস-২০২৫: গালা নাইট সিরিমনি অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম