খাল থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:২৭ পিএম
প্রতীকী ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর তুরাগ থানার পাশের একটি খাল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। তবে তার নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তুরাগ থানার এসআই মোহাম্মদ জামিল হোসেন জানান, খবর পেয়ে তুরাগ থানার পাশের একটি খালের ভেতর থেকে পানিতে ভাসমান অবস্থায় এক যুবককে অচেতন অবস্থায় দেখতে পান তারা। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে জানানো হয়েছে। প্রযুক্তির সহায়তায় নিহতের নাম ও পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
লাশটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

