ফাইল ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। শুক্রবার (১৯ ডিসেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
মানববন্ধন
• সকাল ১০টা: ওসমান হাদি হত্যার প্রতিবাদে ও অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে ‘সম্মিলিত নারী প্রয়াস’।
ছাত্র-জনতার কর্মসূচি
বাদ জুমা আগ্রাসন বিরোধী সমাবেশ ও মিছিল করবে ছাত্র-জনতা।
বাদজুমা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে ওসমান হাদির স্মরণে এবং চলমান নিপীড়নের প্রতিবাদে কর্মসূচি পালন করবেন কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিএনপির কর্মসূচি
• বিকাল ৩টা: মানিক মিয়া এভিনিউর সেচ ভবন মিলনায়তনে ঢাকাস্থ ঠাকুরগাঁও সম্মিলিত পেশাজীবি সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
• বিকাল ৪টা: বিএনপি বিট টেলিভিশন ক্যামেরাম্যানদের আয়োজনে কাওরান বাজার ওয়াসা ভবনের সামনে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
