Logo
Logo
×

রাজধানী

প্রথম আলোর আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ২

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:৫৯ এএম

প্রথম আলোর আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ২

ছবি: সংগৃহীত।

রাজধানীর কাওরান বাজারে প্রথম আলোর অফিসে আগুন নেভানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ফায়ার সার্ভিসের কর্মী গুরুতর আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে সকাল সাড়ে ৮টার দিকে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকরা তাদের মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন।

আহতরা হলেন মো. আলমগীর হোসেন (৪০) ও মো. শফিউল ইসলাম (৪২)। তারা দুজনই ফায়ার ফাইটার।

আহতদের নিয়ে আসা ফায়ার স্টেশন কমান্ডার মিজানুর রহমান জানান, আহত দুজনই মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার। 

তিনি বলেন, কাওরান বাজারে প্রথম আলোর অফিসে আগুন নেভাতে গিয়ে পানি লাইনে সংযোগ দেওয়ার সময় হঠাৎ বৈদ্যুতিক শর্ট লাগে। এতে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে ভর্তি দেওয়া হয়। বর্তমানে তারা মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আগুন নেভাতে গিয়ে বৈদ্যুতিক শর্ট লেগে আহত দুই ফায়ার ফাইটারকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। তাদের হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম