Logo
Logo
×

রাজধানী

ছায়ানট ভবনে হামলা-ভাঙচুর

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০১:৫৮ পিএম

ছায়ানট ভবনে হামলা-ভাঙচুর

ছায়ানট ভবনে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। ছবি: যুগান্তর

বাঙালি সংস্কৃতি চর্চার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলা ও ভাঙচুরের পর ভোর থেকেই ধানমন্ডির ছায়ানট ভবনের সামনে পুলিশি পাহারা বসানো হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতভর ধানমন্ডির ছায়ানট ভবনে এই হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

হামলা ও লুটপাটের ঘটনায় ছায়ানট ভবনের বিভিন্ন তলায় থাকা বাদ্যযন্ত্র ও শিল্পকর্ম ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির বিভিন্ন কক্ষে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিন্নভিন্ন হয়ে পড়ে থাকতে দেখা গেছে। হামলাকারীরা বিভিন্ন যন্ত্রাংশ লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, কাপড় দিয়ে মুখ ঢেকে ও হেলমেট পরা একদল হামলাকারী ভবনের বিভিন্ন তলায় ব্যাপক ভাঙচুর চালায়। ভাঙচুর শেষে চলে যাওয়ার সময় তারা ভবনের সামনের অংশে আগুন ধরিয়ে দেয়। তবে সামনের অংশে আগুন দেওয়ার কারণে ভবনের ভেতরে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ঘটনার পর সরেজমিনে ছায়ানট ভবন ঘুরে দেখা যায়, ভবনের সামনে অগ্নিসংযোগের চিহ্ন এখনও স্পষ্ট। ভেতরে প্রবেশ করতেই বিভিন্ন সরঞ্জাম ও বাদ্যযন্ত্র ভাঙচুর করে এলোমেলোভাবে ফেলে রাখা হয়েছে। দ্বিতীয় তলায় থাকা অফিসকক্ষ, ক্যান্টিন ও অডিটোরিয়াম ভাঙচুর করা হয়েছে। এছাড়া তৃতীয় ও চতুর্থ তলার বিভিন্ন কক্ষেও ভাঙচুরের চিহ্ন রয়েছে।

সবচেয়ে ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে ভবনের পঞ্চম তলার লাইব্রেরি। সেখানে অগ্নিসংযোগ করা হলে বিভিন্ন ঐতিহ্যবাহী ও দুষ্প্রাপ্য বই ও দস্তাবেজ আগুনে পুড়ে যায়। তবে দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোয় বড় ধরনের দুর্ঘটনা থেকে ভবনটি রক্ষা পায়। 

অগ্নিকাণ্ড ও ভাঙচুরের বিষয়ে ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। তবে তার মৃত্যুকে কেন্দ্র করে ছায়ানটে এ ধরনের হামলার ঘটনা আমাদের কাছে একেবারেই বোধগম্য নয়। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং সুষ্ঠু তদন্ত দাবি করছি

তিনি আরও বলেন, এই মুহূর্তে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তদন্তের পরই বিস্তারিত বলা যাবে। আর্থিক ক্ষতির পরিমাণও এখনই নির্ধারণ করা যাচ্ছে না। তবে নথিভুক্ত কিছু দুষ্প্রাপ্য বইগুরুত্বপূর্ণ কাগজপত্র আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে

এদিকে, ছায়ানট ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা ধানমন্ডি থানার উপ-পরিদর্শক খলিলুর রহমান জানান, আমরা সকাল থেকে এখানে দায়িত্বে আছি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম