নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:১৩ পিএম
প্রতীকী ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর শেরে বাংলানগরের আগারগাঁও এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে মো. আবু মুসা (২৭) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী মো. বাদশা মিয়া জানান, আগারগাঁও এলাকার একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলার দ্বিতীয় স্তরে মাচান বেঁধে সকাল সাড়ে ১১টার দিকে প্লাস্টারের কাজ করছিলেন আবু মুসা। কাজ করার সময় অসাবধানতাবশত মাচান থেকে নিচে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন।
তিনি আরও জানান, পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে নিউরোসাইন্স হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আবু মুসার গ্রামের বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার দিয়ার মানিকচর গ্রামে। তিনি ওই গ্রামের মো. সাদিকুল ইসলামের সন্তান। বর্তমানে তিনি আগারগাঁও এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

-69465b3117fee.jpg)