রাজধানীতে ভাই–বোনের রহস্যজনক মৃত্যু
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০১:২৮ পিএম
প্রতীকী ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীতে খাবার খেয়ে অসুস্থ হয়ে ইলহাস চৌধুরী (১৪ মাস) ও তার বোন আফ্রিদা চৌধুরী (১০) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) হাতিরঝিলে দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
অসুস্থ অবস্থায় তাদের পৃথক দুটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।রোববার সকালে নিহত দুই শিশুর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাটি নিশ্চিত করেন, হাতিরঝিল থানার উপপরিদর্শক মো. সুমন মিয়া।
তিনি জানান, শনিবার দুপুরের দিকে খবর পেয়ে একজন শিশুর লাশ মগবাজার কমিউনিটি হাসপাতাল থেকে এবং অপরজনের লাশ রাশমনো বিশেষায়িত হাসপাতাল থেকে উদ্ধার করা হয়। পরবর্তীতে দুটি লাশই ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসআই আরও জানান, নিহত দুই শিশুর পরিবারের সদস্যদের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে- শনিবার সকালে খাবার খাওয়ার পর তারা অসুস্থ হয়ে পড়ে। পরে নিকট আত্মীয়রা দ্রুত তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন দুই শিশুর মৃত্যু হয়।
তিনি আরও বলেন, মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য লাশগুলো ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

-69465b3117fee.jpg)