দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল ব্যবসায়ীর
যাত্রাবাড়ি ( ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০২:৩১ পিএম
প্রতীকী ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আশিষ জোয়াদ্দার (৩২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আশিষ জোয়াদ্দার মাগুরা সদর উপজেলার পাতুরিয়া গ্রামের অমল জোয়াদ্দারের ছেলে।
স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি পেশায় কাপড়ের ব্যবসায়ী ছিলেন।
আহত অবস্থায় আশিষ জোয়াদ্দারকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আল আমিন জানান, শনিবার রাত একটার দিকে যাত্রাবাড়ী ফ্লাইওভারের নিচের একটি আড়তের পাশ দিয়ে যাচ্ছিলেন ওই ব্যবসায়ী। এ সময় ২-৩ জন দুর্বৃত্ত তার পথরোধ করে দাঁড়ায় এবং ছুরি দিয়ে আঘাত করে। আশিষ জোয়াদ্দারের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
যাত্রাবাড়ি থানার ওসি অপারেশন মো. খালেদ হাসান যুগান্তরকে বলেন, রাতে সংবাদ পেয়ে আশিষ জোয়ারদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তিনি মারা গেছেন।

