শোক দিবসের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার পেল শিক্ষার্থীরা
সংস্কৃতি প্রতিবেদক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২২, ০৪:১২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
শিশুদের রং-তুলির আঁচড়ে সেজেছে প্রতিটি ক্যানভাস। তারা সেসব চিত্রপটে এঁকেছে ৭ মার্চের ভাষণসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের তাৎপর্যপূর্ণ নানা অধ্যায়। সেই সুবাদে জাতির নানা অভিব্যক্তিতে মূর্ত হয়েছে জাতির পিতার প্রতিকৃতিসমূহ।
এছাড়াও ক্যানভাসে মুক্তিযুদ্ধসহ বাংলার বৈচিত্র্যময় প্রকৃতিকে মেলে ধরেছে সোনামনিরা। গত ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতায় চিত্রিত হয় এসব ছবি।
ছবিগুলো এঁকেছে ঢাকা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বুধবার সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে অনুষ্ঠিত আয়োজনে সেই প্রতিযোগিতার বিজয়ী শিল্পীদের হাতে পুরস্কার তুল দেয়া এবং তাদের ছবিসমূহ নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়।
যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্ত গণগ্রন্থাগার অধিদপ্তর এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনস্ত বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণাললয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুবকর সিদ্দিক। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান।
তিনটি বিভাগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় পিতৃমাতৃহীন শিশু এবং বিশেষ (প্রতিবন্ধী) শিশুসহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুরা অংশগ্রহণ করেছে। সাত বছর বয়সী শিশুদের নিয়ে গঠিত ক শাখায় ১৯৭ জন অংশগ্রহণ করে। আট থেকে ১২ বছর বয়সীদের নিয়ে গড়া খ শাখায় অংশ নেয় ১২৭ শিক্ষার্থী। বিশেষ শাখায় ছবি এঁকেছে ৪৮ খুদে চিত্রক।
সব মিলিয়ে ৩৭২ শিশু শিল্পীর সম্মিলনে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতায়। এছাড়াও দিবসটি উপলক্ষে গণগ্রন্থাগার অধিদপ্তর কর্তৃক চারটি গ্রুপে রচনা প্রতিযোগিতারও আয়োজন করা। এতে ৭৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।
বুধবার চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রতিটি শাখা থেকে ১০ জন করে মোট ৩০ শিশু শিল্পীকে পুরস্কৃত করা হয়।
