Logo
Logo
×

রাজধানী

রাজধানীতে গ্যাস বিস্ফোরণে তিন শিশুসহ একই পরিবারের দগ্ধ ৫

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ মে ২০২৫, ০১:৪০ এএম

রাজধানীতে গ্যাস বিস্ফোরণে তিন শিশুসহ একই পরিবারের দগ্ধ ৫

রাজধানীর বাড্ডা থানার দক্ষিণ আনন্দ নগরের আনসার ক্যাম্পের পাশে একটি বাসার রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

দগ্ধরা হলেন, তোফাজ্জল মিয়া (৪৫), তার স্ত্রী মঞ্জুরা বেগম (৩৫), তাদের তিন মেয়ে তানিশা (৪), মিথিলা (৭) ও তানজিলা (১১)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, রাতের দিকে গ্যাস বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের মোট পাঁচজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের ড্রেসিং চলছে। এই মুহূর্তে দগ্ধের পরিমাণ জানা সম্ভব হচ্ছে না। বাড্ডা এলাকায় তাদের বাসায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে বলে দগ্ধদের কাছ থেকে শুনেছেন।

##

রাজধানী গ্যাস বিস্ফোরণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম