|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর চকবাজারের চম্পাতলি ঘাট এলাকায় আলী ফ্লাওয়ার মিলের সামনের ফুটপাত থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৪০ বছর।
মঙ্গলবার দুপুরের দিকে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোয়াইব বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে আমরা অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করি। দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, স্থানীয়দের জিজ্ঞাসা করে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশের দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
লাশ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।
