Logo
Logo
×

রাজধানী

ধোলাইপাড় বাস স্ট্যান্ডে সেনাবাহিনীর অভিযান

দুই শতাধিক যাত্রী ফেরত পেল অতিরিক্ত আদায়কৃত ভাড়া

Icon

যাত্রাবাড়ী (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ০২:০৮ পিএম

দুই শতাধিক যাত্রী ফেরত পেল অতিরিক্ত আদায়কৃত ভাড়া

ছবি : যুগান্তর

সেনাবাহিনীর অভিযানে দুই শতাধিক যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া ফেরত দিয়েছেন ১৩ বাস কর্তৃপক্ষ। বুধবার দিবাগত রাত ঢাকা-মাওয়া সড়কের ধোলাইপাড় মোড়ে এ অভিযান পরিচালনা করেন বাংলাদেশ সেনাবাহিনীর যাত্রাবাড়ী আর্মি ক্যাম্পের একটি দল। 

জানা যায়, ক্যাপ্টেন এস এম আরিফ মঈন ও লেফটেন্যান্ট আরিফ হিশামের নেতৃত্বে বুধবার রাত ৯টা থেকে দেড়টা পর্যন্ত ধোলাইপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৫০টি বাস তল্লাশি করা হয়। এ সময় শতাব্দি পরিবহণ, কিংস পরিবহণ, শরীয়তপুর এন্টারপ্রাইজ, ইমরান ট্রাভেলস, ইলিশ পরিবহণসহ বিভিন্ন পরিবহণের বেশ কয়েকটি বাসের বিরুদ্ধে বিআরটিএ নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যায়।

অভিযোগের সত্যতা পেয়ে ১৩টি বাসের প্রায় দুই শতাধিক যাত্রীর কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয়। এছাড়া একটি বাসের রুট পারমিট, ফিটনেস এবং ট্যাক্স টোকেন মেয়াদোত্তীর্ণ হওয়ায় দশ হাজার টাকা জরিমানা করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম