Logo
Logo
×

রাজধানী

ইডেন কলেজের পুকুরে নেমে তরুণীর মৃত্যু

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২৫, ০৪:০৯ পিএম

ইডেন কলেজের পুকুরে নেমে তরুণীর মৃত্যু

ফাইল ছবি

রাজধানীর ঐতিহ্যবাহী ইডেন মহিলা কলেজের পুকুরে সাঁতার শিখতে নেমে পানিতে ডুবে সানজিদা (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে।

নিহত সানজিদা চকবাজার থানার চম্পাকলি এলাকার বাসিন্দা মোহাম্মদ সারজুর মেয়ে। তিনি অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা।

সানজিদাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসা ইডেন কলেজের শিক্ষার্থী মাইশা ইসলাম জানান, ইডেন কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোহনা ইসলামের সঙ্গে সানজিদা সাঁতার শিখতে কলেজের পুকুরে নেমেছিলেন। একপর্যায়ে সানজিদা পানিতে তলিয়ে যান। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢামেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সানজিদাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘ইডেন কলেজের পুকুরে ডুবে অচেতন অবস্থায় এক শিক্ষার্থীকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম