Logo
Logo
×

রাজধানী

সাতসকালে রাজধানীতে ছিনতাইয়ের শিকার সাংবাদিক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ জুন ২০২৫, ১০:০৫ এএম

সাতসকালে রাজধানীতে ছিনতাইয়ের শিকার সাংবাদিক

সাংবাদিক নূরে আলম সিদ্দিকী। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই ও মারধরের শিকার হয়েছেন সাংবাদিক নূরে আলম সিদ্দিকী। তিনি দৈনিক কালবেলায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত। 

শুক্রবার (২৭ জুন) সকাল সাড়ে ৬টার দিকে মোহাম্মদপুরের বসিলা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এ সময় তার কাছে থাকা মোবাইল, টাকা ও জরুরি কাগজপত্র ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।

জানা গেছে, শুক্রবার সকালে অফিসের উদ্দেশে বসিলার ভাড়া বাসা থেকে বের হন তিনি। বসিলা ৪০ ফিট বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিলেন নূরে আলম। এ সময় পেছন থেকে দুজন দেশীয় অস্ত্রধারী এসে তার কাছে থাকা মোবাইল, মানিব্যাগ ও জরুরি কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়। তারা যাওয়ার সময় ভুক্তভোগী সাংবাদিকদকে মারধরও করে।

এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক বলেন, আমার অফিস ছিল সকাল ৭টায়। বাসা থেকে বের হয়ে বসিলা ৪০ ফিট বাসস্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ পেছন থেকে দুজন দেশীয় অস্ত্রধারী আমাকে দুপাশ থেকে ধরে আমার সঙ্গে থাকা মোবাইল, মানিব্যাগ ও জরুরি কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তারা আমাকে আঘাত করে। আমি তাৎক্ষণিক মোহাম্মদপুর থানায় গিয়ে এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছি। এসআই আক্কেল আলীকে ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে।

এসআই আক্কেল আলী বলেন, আমরা আশপাশের সিসিক্যামেরা দেখে ঘটনা বিশ্লেষণ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেব।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম