Logo
Logo
×

রাজধানী

কড়াইল বস্তিতে আলো ক্লিনিকে নরমাল ডেলিভারি সেবা উদ্বোধন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১১:১১ পিএম

কড়াইল বস্তিতে আলো ক্লিনিকে নরমাল ডেলিভারি সেবা উদ্বোধন

কড়াইল বস্তিতে আলো ক্লিনিকের নরমাল ডেলিভারি সেবা উদ্বোধন। ছবি: যুগান্তর

রাজধানীর কড়াইল বস্তির ‘আলো ক্লিনিকে’ প্রসূতি নারীদের জন্য নরমাল ডেলিভারি সেবা চালু করা হয়েছে। এ কার্যক্রম চালুর ফলে ঢাকা মহানগরীতে বসবাসরত প্রান্তিক জনগোষ্ঠীর প্রসূতি নারীদের নিরাপদ সন্তান প্রসবের সহায়তার পাশাপাশি মাতৃ ও শিশু মৃত্যু হ্রাসসহ তাদের সুস্থ ভবিষ্যত গড়ে তোলা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মঙ্গলবার ক্লিনিকের সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সুইডিস দুতাবাসের সিনিয়র স্বাস্থ্য উপদেষ্টা ডা. জহিরুল ইসলাম, ইউনিসেফের স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত প্রধান ডা. চন্দ্রশেখর সলোমন, দৈনিক যুগান্তরের প্রধান প্রতিবেদক মাসুদ করিম, পার্টনার্স ইন হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট (পিএইচডি)এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম, নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহিন আকতার ডলি প্রমুখ। এছাড়াও অন্যান্য উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি ও কমিউনিটি নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সুইডেন ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি (সিডা)-এর অর্থায়ন এবং ইউনিসেফের কারিগরি সহাযতায় প্রতিষ্ঠিত কড়াইল আলো ক্লিনিক ২০২১ সালের ডিসেম্বর থেকে মানুষকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের বনানীর কড়াইল এলাকায় ক্লিনিকটি স্থানীয় জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে কড়াইলবাসীর প্রসূতি সেবার বিষয়টি উপেক্ষিত ছিল। এতে মাতৃ ও শিশু স্বাস্থ্যের ওপর ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। এমন প্রেক্ষাপটে এবার আলো ক্লিনিক সংলগ্ন এলাকায় নরমাল ডেলিভারি কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে।

কড়াইল আলো ক্লিনিকের সঙ্গে চালু হওয়া এই (মিডওয়াইফারি লিড ২৪/৭ আলো এনভিডি সেন্টার) তথা নরমাল ডেলিভারি সেন্টার সপ্তাহের সাতদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে। কড়াইল এলাকার গর্ভবতী মা ও নবজাতকেরা সম্পূর্ণ বিনামূল্যে নিরাপদ ও সম্মানজনক প্রসবসেবা পাবেন। নগরের প্রান্তিক জনগোষ্ঠীর গর্ভবর্তী মায়েদের নিরাপদ প্রসবসেবা নিশ্চিত করবে। এছাড়া এখানে প্রসব-পূর্ব ও পরবর্তী সেবা, নবজাতকের যত্ন, জরুরি রেফারেল ব্যবস্থা এবং পরামর্শভিত্তিক স্বাস্থ্য সেবা দেওয়া হবে। আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনা, ইলেকট্রনিক হেলথ রেকর্ড, প্রশিক্ষিত মিডওয়াইফরা ২৪ ঘণ্টা নারী-বান্ধব পরিবেশে সেবা দেবেন।

অনুষ্ঠানে জানানো হয় পিএইচডি এনজিও’র নেতৃত্বে নারী মৈত্রী ও সিমেড হেলথের সমন্বিত কনসোর্টিয়ামের তত্ত্বাবধানে প্রকল্পটি পরিচালিত হচ্ছে। আলো ক্লিনিক কাজ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কড়াইল এবং মিরপুরে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ধলপুর এবং শ্যামপুর, গাজীপুর সিটি করপোরেশনের এরশাদনগর এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানবাজার মীনাবাজারে প্রতিষ্ঠিত ৬টি আলো ক্লিনিকে। গত সাড়ে তিন বছরে ৩ লাখ ৩৪ হাজার ৭১২ জন রোগীকে ডিজিটালি ইউনিক রেজিস্ট্রেশন করা হয়েছে, তাদের মধ্যে ৮ লাখ ৪৮ হাজার ৪৮৩ বার ডা. কনসাল্টেশন সেবা দেওয়া হয়েছে। ২ লাখ ৭ হাজার ৩৪৮ বেশি ল্যাব টেস্ট করা হয়েছে। এছাড়া টিকাদান কর্মসূচি, মা, শিশু ও কিশোর কিশোরীর পুষ্টিসেবা, পরিবার পরিকল্পনা সেবা, অসংক্রামক রোগের সেবা, কাউন্সিলিংসহ সব ধরনের প্রাথমিক স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চালু হওয়া ৩টি আলো এনভিডি সেন্টারে ২৬১টি নিরাপদ প্রসব নিশ্চিত করা হয়েছে। আজ কড়াইলে চতুর্থ মিডওয়াইফারি লিড ২৪/৭ আলো এনভিডি সেন্টার চালু হলো। এটি কড়াইলে বসবাসরত মায়েদের নিরাপদ মাতৃত্ব সেবা নিশ্চতে ভূমিকা রাখবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম