Logo
Logo
×

রাজধানী

ফার্মগেটে ককটেল বিস্ফোরণে আহত ১

Icon

ধানমন্ডি ও তেজগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ০৮:৪৮ পিএম

ফার্মগেটে ককটেল বিস্ফোরণে আহত ১

রাজধানীর ফার্মগেট বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণে ফুটপাতের দোকানদার রহমান (৪৫) আহত হন। রোববার রাত সাড়ে ১০টার দিকে ফার্মগেট এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে এ ঘটনা ঘটে৷ 

স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাতে হঠাৎ এসে রাস্তায় দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা৷ এর একটি বিস্ফোরিত হলেও আরেকটি বিস্ফোরিত হয়নি৷ এ সময় ফুটপাতের এক আমবিক্রেতা পা দিয়ে অবিস্ফোরিত ককটেলটি সরাতে গেলে সেটি বিস্ফোরিত হয়ে তিনি আহত হন৷ পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন৷ 

তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন ককটেল বিস্ফোরণের বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেন৷ 

মোবারক হোসেন বলেন, ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় গতরাতে এ রকম ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।   রাত সাড়ে ১০টার দিকে ফার্মগেট এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে একটি ককটেলসদৃশ কিছু পড়েছিল৷ এক পথচারী কৌতূহলবশত পা দিয়ে নাড়া দেন, এতে সেটি বিস্ফোরিত হলে তিনি আহত হন৷ হয়তো চলন্ত যানবাহন থেকে ককটেল রাস্তায় ফেলা হয়েছে৷ এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে৷

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম