Logo
Logo
×

রাজধানী

মোহাম্মদপুরে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০৮:৩৯ পিএম

মোহাম্মদপুরে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডে ছাদ থেকে পড়ে আহত হওয়ার ১০ দিন পর মারা গেছে নুসরাত জাহান (১৪) নামে এক স্কুলছাত্রী। 

সোমবার (১৪ জুলাই) রাত ১টা ৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত নুসরাত জাহান সুনামগঞ্জের ছাতক উপজেলার চরেরবন এলাকার ইলিয়াস মিয়ার মেয়ে। দুই বোনের মধ্যে সে ছিল বড়। তারা পরিবারসহ মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি ভাড়াবাসায় থাকত। সে স্থানীয় একটি স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ত।

নুসরাতের মা আমেনা বেগম জানান, ৪ জুলাই রাত সাড়ে ১০টার দিকে পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে সবাই ছাদে ছিলেন। এ সময় বৃষ্টির কারণে ছাদের মেঝে ভেজা ও পিচ্ছিল ছিল। পরিবারের সঙ্গে সময় কাটাতে গিয়ে অসাবধানতাবশত পা পিছলে দোতলার ছাদ থেকে নিচে পড়ে যায় নুসরাত। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

তিনি বলেন, আমরা সবাই ছাদে কথা বলছিলাম। হঠাৎ করে সে পা পিছলে নিচে পড়ে যায়। হাসপাতালে নেওয়ার পর আর বাঁচানো গেল না আমার মেয়েকে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাতে নুসরাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, লাশ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম