ফ্যাসিবাদের পতন হলেও তারা বারবার ফিরে আসার চেষ্টা করছে: শিল্প উপদেষ্টা
যাত্রাবাড়ি (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ০২:১৮ এএম
|
ফলো করুন |
|
|---|---|
ফ্যাসিবাদের পতন হলেও তারা বার বার ফিরে আসার চেস্টা করছে। তাদেরকে প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে জুলাই আন্দোলনের অন্যতম প্রতিরোধ ক্ষেত্র যাত্রাবাড়ী থানার সামনে ‘যাত্রাবাড়ী প্রতিরোধ দিবস’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এই যাত্রাবাড়ীতে ছাত্র জনতা বিশেষ করে মাদ্রাসার শিক্ষার্থীরা যে প্রতিরোধ গড়ে তোলেন, সেই প্রতোরোধের কারনেই আজকের এই বাংলাদেশ। আমরা যে বাংলাদেশের আকাঙ্খা করেছিলাম সেই বাংলাদেশের আকাঙ্খা বুকে নিয়ে আপনাদের পাশে জুলাইয়ের শেষ থেকে রাস্তায় দাড়িয়েছি। সেই বাংলাদেশের জন্য আমরা স্বপ্ন দেখেছি, যেই বাংলাদেশে আর কখনও শোষন বঞ্চনা ও বৈষম্য থাকবেনা।
শিল্প উপদেষ্টা বলেন, শহীদ পরিবারের সদস্যদের বুকের যেই চাপা আর্তনাদ, একদিন সেই আর্তনাদের জায়গাটা দোয়ায় পরিণত হবে। যেই বাংলাদেশ তরুণদের অকুতোভয় লড়াইয়ের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের জন্ম দিতে পেরেছে। আপনাদের সবাইকে আবারও সেই বাংলাদেশের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।
অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য বিনষ্ট হলে গোপালগঞ্জের মতো আরও পরিস্থিতি হতে পারে। ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতার পাশাপাশি সকল রাজনৈতিক দলের লোকজন যেভাবে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে অংশগ্রহন করেছেন সেই ঐক্য ধরে রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।
হেফাজতে ইসলামের আজিজুল হক ইসলামবাদী, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, এবি পার্টি মজিবুর রহমান মঞ্জু , ছাত্রদলের রাকিবুল ইসলাম রাকিব, সিবগাতুল্লাহ সিবগা, জেএসডির সুব্রত চৌধুরী, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক জহিরুদ্দিন মাহমুদ স্বপন, গণফোরামের মুহাম্মাদুল্লাহ মধু, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হেদায়েতুল্লাহ খান আজাদী, গণফোরামের সাম্য শাহ, তরুণ সমাজকর্মী রেজাউল করিম আবরার, আগ্রাসন বিরোধী আন্দোলন আলামিন আটিয়, ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদী, আপ বাংলাদেশের আলী আহসান জোনায়েদ, বিশিষ্ট শিক্ষাবিদ মাহবুবুর রহমান,ইসলামী শাসনতন্ত্রের হাবিবুর রহমান মিসবাহ এবং শহীদ পরিবারের সদস্য সাংবাদিক মেহেদী হাসানের বাবা মোশাররফ, শহীদ নুর হোসেনের মা নুরুন্নাহার চিনু, শহীদ মিরাজের বাবা আব্দুর রব, আহত লাভলু, শিশু লাবিব হোসেন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত পরিবারের সদস্যবৃন্দসহ এবং আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত যাত্রাবাড়ী এলাকার স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
