Logo
Logo
×

রাজধানী

তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১০:৩৯ পিএম

তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু

প্রতীকী ছবি

রাজধানীর তেজগাঁওয়ে এফডিসি গেটের সামনে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত পরিচয় তরুণের মৃত্যু হয়েছে। নিহতের বয়স প্রায় ৩৫ বছর বলে জানা গেছে। রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে।

সোমবার (১১ আগস্ট) দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ঢাকা রেলওয়ে থানার এসআই নয়ন চন্দ্র সরকার জানান, খবর পেয়ে তারা রাতেই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। আইনি প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, নিহত ব্যক্তি চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়দের কাছে তার পরিচয় সম্পর্কে কোনো তথ্য মেলেনি। প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম