Logo
Logo
×

রাজধানী

মোহাম্মদপুরে কিশোর গ্যাং ‘চাঁন গ্রুপের’ মানিক ও রাজিব আটক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৭ এএম

মোহাম্মদপুরে কিশোর গ্যাং ‘চাঁন গ্রুপের’ মানিক ও রাজিব আটক

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাং গ্রুপ 'চাঁন গ্রুপ'-এর সেকেন্ড ইন কমান্ড মানিক (২১) ও রাজিবকে (২০) অভিযান চালিয়ে দেশিয় ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৫ টায় মোহাম্মদপুর কাটাসুরের রহিম ব্যাপারী ঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া রায়েরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নাজমুল জানান, রায়ের বাজার এলাকা জুড়ে কিশোর গ্যাং গ্রুপ চাঁন গ্রুপের সদস্যরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অপরাধ কর্মকান্ড করছিলো। তারা প্রতিদিন এলাকায় ছিনতাই ও কুপিয়ে আতঙ্ক তৈরি করতো। আমরা একটি টিম আজকে বিকেলে রায়েরবাজার রহিম ব্যাপারী ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৮ মামলার পলাতক আসামী ও চাঁন গ্রুপের সেকেন্ড-ইন-কমান্ড মানিক ও তার সহযোগী ২ মামলার পলাতল আসামী রাজিব কে ২টি চাপাতিসহ হাতেনাতে গ্রেফতার করি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম