Logo
Logo
×

রাজধানী

বংশালে বিদ্যুৎস্পৃষ্টে দর্জির মৃত্যু

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৯ পিএম

বংশালে বিদ্যুৎস্পৃষ্টে দর্জির মৃত্যু

প্রতীকী ছবি

রাজধানীর বংশাল থানাধীন নাজিরা বাজারের নার্স কমপ্লেক্সে বিদ্যুৎস্পৃষ্টে মো. নাঈম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত নাঈম ময়মনসিংহের বারাকান্দা উপজেলার সরিষা বাজার গ্রামের বাসিন্দা হেজমত আলীর ছেলে। তিনি পেশায় দর্জি ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে নাজিরা বাজার নার্স কমপ্লেক্সের সপ্তম তলায় এ দুর্ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় নাঈমকে উদ্ধার করে সহকর্মীরা দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী রাকিব মিয়া জানান, রাতে বৈদ্যুতিক সেলাইমেশিন দিয়ে কাজ করছিলেন নাঈম। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে তিনি অচেতন হয়ে পড়েন। টের পেয়ে তারা তাকে ঢামেকে নিয়ে যান। চিকিৎসক জানান, নাঈম আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বংশাল থানা পুলিশকে জানানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম