মিরপুরে অস্ত্রসহ ২ জন গ্রেফতার
মিরপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর মিরপুরে অস্ত্রসহ ২ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে মিরপুর ২ নম্বর এ ব্লকের ৩ নম্বর রোড থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় গ্রেফতারদের কাছ থেকে একটি শটগান ও শটগানের দুটি সিসা কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেফতার আসামিরা হলেন আরিফ উদ্দিন ও শহিদুল ইসলাম শামীম।
মামলা সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাতে মিরপুর মডেল থানার এসআই আতাউল গণি মিরপুর ২ নম্বরে ডিউটি করার সময় দুই ব্যক্তিকে দেখে তাদের গতিবিধি সন্দেহ হয়। এ সময় তিনি ওই ব্যক্তিদের দাঁড়াতে বললে তারা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে সঙ্গীয় ফোর্সসহ ২ জনকে গ্রেফতার করেন এসআই আতাউল।
মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রোমন বলেন, এ ঘটনায় অস্ত্রসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

