|
ফলো করুন |
|
|---|---|
দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড ভারগো (VIRGO) শীতকে সামনে রেখে বাজারে এনেছে নতুন শীতকালীন কালেকশন। আধুনিকতা, আরাম এবং দৈনন্দিন ব্যবহারের উপযোগিতাকে গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে এবারকার কালেকশন, যা ইতোমধ্যেই ফ্যাশন–সচেতন গ্রাহকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে।
ভারগো জানায়, বাংলাদেশের আবহাওয়া ও মৌসুমি উৎসবের কথা মাথায় রেখে প্রতিটি পোশাক তৈরি করা হয়েছে আধুনিক প্রযুক্তি ও নিখুঁত ফিনিশিংয়ের মাধ্যমে। আরাম, উষ্ণতা ও ট্রেন্ড—এই তিনের সমন্বয়ই এ কালেকশনের মূল বৈশিষ্ট্য।
পুরুষদের জন্য থাকছে— জ্যাকেট, ওভারশার্ট, সোয়েটার, সোয়েট-শার্ট, ফর্মাল ও ক্যাজুয়াল শার্ট, টুইল প্যান্ট, ডেনিম প্যান্টসহ শীতের বিশেষ মাফলার ও স্টাইলিশ টুপি। অফিস, আড্ডা কিংবা দৈনন্দিন কাজে ব্যবহারের উপযোগী করে পোশাকগুলো তৈরি করা হয়েছে।
নারীদের জন্য থাকছে— টপস, টিউনিক, কুর্তি, জ্যাকেট, সোয়েটার, ওভারকোট, রিল্যাক্স প্যান্টসহ বিভিন্ন ধরনের পোশাক। কারচুপি, এমব্রয়ডারি ও আকর্ষণীয় প্রিন্টের কাজ এসব পোশাকে এনেছে অতিরিক্ত স্টাইল ও বৈচিত্র্য।
মানসম্মত পোশাক সাশ্রয়ী মূল্যে সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ করে আসছে ভারগো। ব্র্যান্ডটির দাবি, নতুন শীতকালীন কালেকশনে গ্রাহকরা পাবেন আরাম ও স্টাইলের পূর্ণ নিশ্চয়তা।

