দেশের সমৃদ্ধ ডিজিটাল ভবিষ্যতের লক্ষ্যে নতুন রূপে বাংলালিংক
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০১:৫২ এএম
|
ফলো করুন |
|
|---|---|
দেশের শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংক নতুন ‘ব্র্যান্ড আইডেন্টিটি’ উন্মোচন করেছে। গ্রাহককেন্দ্রিক ও প্রযুক্তিনির্ভর সেবায় রূপান্তরের অংশ হিসেবে এটি প্রতিষ্ঠানটির বড় পদক্ষেপ। ভিওন গ্রুপের বৈশ্বিক লক্ষ্য ‘ডিও ১৪৪০’-এর সঙ্গেও এই পরিবর্তন সামঞ্জস্যপূর্ণ।
নতুন পরিচয়ে বাংলালিংক আরও উন্নত ডিজিটাল সেবা, নির্ভরযোগ্য কানেক্টিভিটি ও গ্রাহকদের দৈনন্দিন ডিজিটাল অভিজ্ঞতা সহজ করার প্রতিশ্রুতি দিয়েছে। প্রাণবন্ত রং ও আধুনিক ডিজাইনভিত্তিক নতুন ভিজ্যুয়াল সিস্টেম প্রতিষ্ঠানটির গতি, উদ্ভাবন ও ডিজিটাল-প্রথম ভাবনাকে তুলে ধরে।
উন্মোচন অনুষ্ঠানে বাংলালিংকের সিইও ইওহান বুসে বলেন, নতুন পরিচয় শুধুই বাহ্যিক বদল নয়; এটি নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত করে মানুষের জীবন সহজ করার অঙ্গীকার।
নতুন ব্র্যান্ড পরিচয় এখন থেকে বাংলালিংকের সব গ্রাহকসেবা কেন্দ্র, রিটেইল আউটলেট, ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রচারণায় ব্যবহার করা হবে। পাশাপাশি নেটওয়ার্ক আধুনিকায়ন, গ্রাহককেন্দ্রিক পণ্য উন্নয়ন এবং ডিজিটাল ইকোসিস্টেমে বিনিয়োগ আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
