Logo
Logo
×

কর্পোরেট নিউজ

গ্রুপ কিউএ-এর কর্ণধার কৃষিবিদ কাজী এ এফ এম জয়নুল আবেদিন আর নেই

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৭ পিএম

গ্রুপ কিউএ-এর কর্ণধার কৃষিবিদ কাজী এ এফ এম জয়নুল আবেদিন আর নেই

গ্রুপ কিউএ-এর কর্ণধার কৃষিবিদ কাজী এ এফ এম জয়নুল আবেদিন। ছবি: সংগৃহীত

গ্রুপ কিউএ-এর কর্ণধার ও বিশিষ্ট কৃষিবিদ কাজী এ এফ এম জয়নুল আবেদিন আর নেই। রোববার (৩০ নভেম্বর ২০২৫) বিকাল ৩টা ৩০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।

মরহুমের মৃত্যুতে গ্রুপ কিউএ পরিবার গভীর শোক প্রকাশ করেছে। এক শোকবার্তায় প্রতিষ্ঠানটি জানায়, কৃষিবিদ কাজী এ এফ এম জয়নুল আবেদিন ছিলেন প্রতিষ্ঠানের একজন দূরদর্শী নেতা, অনুপ্রেরণাদাতা ও অভিভাবকসুলভ ব্যক্তিত্ব। কৃষি খাত ও ব্যবসায় তার অসামান্য অবদান প্রতিষ্ঠানসহ দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 

গ্রুপ কিউএ পরিবার আরও জানায়, তার প্রয়াণ মরহুমের পরিবার, সহযোগীসহ সমগ্র প্রতিষ্ঠানের জন্য অপূরণীয় ক্ষতি। তার স্মৃতি, কর্ম ও দিকনির্দেশনা তারা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করে গ্রুপ কিউএ পরিবার মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া জানিয়েছে— আল্লাহ যেন তার সকল ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফিরদাউস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি দান করেন। আমিন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম