কুড়াতলী বাজারে অগ্নিকাণ্ডের শিকার পরিবারের পাশে ‘চেষ্টা’
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৯ পিএম
কুড়াতলী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে মানবিক ও সামাজিক সংগঠন ‘চেষ্টা’।
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর বিশ্বরোড এলাকার কুড়াতলী বাজারে ভয়াবহ অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে মানবিক ও সামাজিক সংগঠন ‘চেষ্টা’। অগ্নিকাণ্ডে সব হারানো অসহায় মানুষদের সহায়তায় সংগঠনটি শনিবার (২৯ নভেম্বর) ১০০ পরিবারের হাতে শীতবস্ত্র, শুকনা খাবার ও প্রয়োজনীয় তৈজসপত্র তুলে দেয়।
২০১১ সালে প্রতিষ্ঠিত এবং নারী ও শিশু অধিদপ্তর থেকে ২০১৩ সালে নিবন্ধিত ‘চেষ্টা’ সংগঠনটি দীর্ঘ ১৫ বছর ধরে মুক্তিযোদ্ধা, ৭১-এর বীরাঙ্গনা, অসহায় নারী-পুরুষ ও শিশুদের কল্যাণে কাজ করে আসছে। দেশের যেকোনো প্রাকৃতিক বা সামাজিক বিপর্যয়ে সংগঠনটি নিয়মিত মানবিক সেবা দিয়ে থাকে।
সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংগঠনটির প্রেসিডেন্ট লায়লা নাজনীন হারুন, সেক্রেটারি গুলসান নাসরীন চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট সাহানা আহমেদ, কোষাধ্যক্ষ শারমীনা রিনা, প্রাক্তন সেক্রেটারি দিলরুবা মাহমুদ রুবী এবং সদস্য মনোয়ারা তাহির।
সংগঠনের নেতারা জানান, মানবিক সংকট মোকাবিলায় সমাজের বিত্তবানদের পাশাপাশি আরও বেশি মানুষকে এগিয়ে আসার আহ্বান জানায় ‘চেষ্টা’।

-692dc441234c1.jpg)