২৫০ টাকা দিয়েই ডিপিএস শুরু করা যায় বিকাশ অ্যাপে
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
নিজের হাতের মুঠোয় থাকা বিকাশ অ্যাকাউন্টই বদলে দিচ্ছে দেশের সব শ্রেণির মানুষের সঞ্চয়ের অভ্যাস। কোনো কাগজপত্রের ঝামেলা ছাড়াই বিকাশ অ্যাপ থেকে মাত্র ২৫০ টাকা থেকে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত ডিপিএস খোলার সুযোগ থাকায় শহর থেকে গ্রাম—সবখানেই ডিজিটাল সঞ্চয়ের এই মাধ্যম দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে।
সংশ্লিষ্টদের দেওয়া তথ্যমতে, সেবা চালুর চার বছরের মধ্যেই বিকাশ অ্যাপ ব্যবহার করে চারটি বাণিজ্যিক ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে গ্রাহকরা খুলেছেন ৫০ লাখের বেশি ডিপিএস অ্যাকাউন্ট। এর মধ্যে প্রায় ৩০ শতাংশ গ্রাহক নারী, যা দেশের আর্থিক অন্তর্ভুক্তিতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির একটি ইতিবাচক দিক হিসেবে দেখছেন খাত সংশ্লিষ্টরা।
দিন-রাত যেকোনো সময়, কোনো কাগজপত্র ছাড়াই একই অ্যাপ থেকে একাধিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সাপ্তাহিক ও মাসিক ডিপিএস খোলার সুবিধা থাকায় এই সেবার চাহিদা ক্রমেই বাড়ছে। ছোট ছোট কিস্তিতে গড়ে ওঠা এই সঞ্চয় কৃষি ও ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগ, শিশুদের শিক্ষা ব্যয়, চিকিৎসা খরচ, গৃহস্থালি প্রয়োজনসহ বিভিন্ন জরুরি কাজে সহায়ক হচ্ছে বলে জানান গ্রাহকরা।
ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মারিয়া তাবাসসুম বলেন, ‘টাকা জমানো অনেক সময় কঠিন হয়ে পড়ে। কিন্তু বিকাশে ছোট কিস্তিতে ডিপিএস করলে অজান্তেই ভালো অঙ্কের সঞ্চয় হয়ে যায়। বছরের শুরুতে সন্তানের ভর্তি ফি বা অন্যান্য পরিকল্পিত খরচ নিয়ে দুশ্চিন্তা কমে গেছে।’
সরকারি চাকরিজীবী আহমেদ উল্লাহ বলেন, মাসের শুরুতেই ডিপিএসের টাকা স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়ায় অপ্রয়োজনীয় খরচ কমেছে। ‘প্রতি মাসের অল্প অল্প সঞ্চয় মিলেই পরে একটা ভালো অঙ্কের টাকা হয়ে যায়, যা প্রয়োজনীয় কাজে ব্যবহার করা যায়,’ যোগ করেন তিনি।
স্বল্প আয়ের মানুষ থেকে শুরু করে কর্মজীবী নারী ও পরিবারপ্রধান—সবার জন্য সহজ সঞ্চয়ের সুযোগ তৈরির লক্ষ্যেই বিকাশ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ডিপিএস সেবা এক প্ল্যাটফর্মে যুক্ত করেছে। বর্তমানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং আইডিএলসি ফাইন্যান্সে বিকাশ অ্যাপের মাধ্যমে ডিপিএস খোলা যাচ্ছে। পাশাপাশি শরিয়াহ্ অনুযায়ী সঞ্চয়ে আগ্রহীদের জন্য সিটি ব্যাংক ও ঢাকা ব্যাংকের ইসলামিক ডিপিএস সুবিধাও রয়েছে।
বিকাশ অ্যাপে ডিপিএস খুলতে হোমস্ক্রিনের ‘সেভিংস’ আইকনে প্রবেশ করে নির্ধারিত ধাপ অনুসরণ করলেই কয়েক মিনিটে আবেদন সম্পন্ন করা যায়। মেয়াদ শেষে মুনাফাসহ মূল টাকা সরাসরি বিকাশ অ্যাকাউন্টে জমা হয়, যা কোনো অতিরিক্ত খরচ ছাড়াই ক্যাশ আউট করা যায়। প্রয়োজনে মেয়াদপূর্তির আগেই গ্রাহক নিজেই অ্যাপ থেকে ডিপিএস বন্ধ করার সুবিধাও পাচ্ছেন।
সহজ, ঝামেলামুক্ত ও ডিজিটাল এই সঞ্চয় ব্যবস্থা দেশের আর্থিক অন্তর্ভুক্তিকে আরও শক্তিশালী করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

