Logo
Logo
×

কর্পোরেট নিউজ

বিজয় দিবস উপলক্ষে শব্দমুকুর ডট কমের বিশেষ আয়োজন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:৪৩ পিএম

বিজয় দিবস উপলক্ষে শব্দমুকুর ডট কমের বিশেষ আয়োজন

বিজয় দিবস উপলক্ষে শব্দমুকুর ডট কমের শিক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগ।

বিজয় দিবস উপলক্ষে দেশের শিক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশের সর্বপ্রথম ও একমাত্র দ্বিভাষিক অনলাইন পাঠাগার shobdomukur.com। এ আয়োজনের অংশ হিসাবে বিজয় বইমেলা প্রাঙ্গণে শিক্ষার্থীদের জন্য এক মাসের ফ্রি সাবস্ক্রিপশন সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি।

বিজয় বইমেলার ১৩১ নম্বর স্টল (মুকুর)-এ আগত ছাত্রছাত্রীরা নিজেদের বৈধ স্টুডেন্ট আইডি কার্ড প্রদর্শন করলেই এই বিশেষ সুবিধা গ্রহণ করতে পারবেন। শবদমুকুর ডটকম কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা এবং জ্ঞানচর্চায় উৎসাহিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।  

একটি আধুনিক ও সমৃদ্ধ অনলাইন পাঠাগার হিসাবে shobdomukur.com-এ পাঠকদের জন্য রয়েছে কবিতার ই-বই, গল্পের ই-বই, প্রবন্ধ সংকলন এবং একটি মানসম্মত ও তথ্যবহুল লাইফস্টাইল ম্যাগাজিন। বাংলা ও ইংরেজি—এই দুই ভাষায় পাঠের সুযোগ দিয়ে পাঠকদের জ্ঞান ও সাহিত্যচর্চার পরিসর আরও বিস্তৃত করছে প্ল্যাটফর্মটি।

বিজয়ের মাসে জ্ঞান ও সাহিত্যকে সবার কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে নেওয়া এই উদ্যোগে শিক্ষার্থীদের সশরীরে উপস্থিত হয়ে সুযোগটি গ্রহণ করার জন্য shobdomukur.com সকল ছাত্রছাত্রীকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম