এসএসসি ২০০০ ব্যাচের ‘রিইউনিয়ন সাগা’ অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:১০ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
এসএসসি ২০০০ ব্যাচের ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সামাজিক ও মানবিক সংগঠন আমরাই কিংবদন্তি আয়োজিত ‘রিইউনিয়ন সাগা’ উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে লা মেরিডিয়ান ঢাকায়। সকাল থেকে রাত পর্যন্ত দিনব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় এক হাজার বন্ধু-বান্ধব অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, সরকারি ও বেসরকারি চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক নাজমুল হোসেন বলেন, ‘এসএসসি ২০০০ ব্যাচের ২৫ বছরের পথচলাকে স্মরণীয় করে রাখাই ছিল এই রিইউনিয়ন সাগার মূল উদ্দেশ্য। একই সঙ্গে বন্ধুদের ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করা, মানবিক কার্যক্রমে সম্মিলিতভাবে কাজ করা এবং সমাজে ইতিবাচক ও মৌলিক পরিবর্তনের লক্ষ্যে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণই ছিল এই আয়োজনের অন্যতম লক্ষ্য।’
তিনি আরও জানান, আমরাই কিংবদন্তি গ্রুপটি ২০১৭ সালের ১৫ নভেম্বর যাত্রা শুরু করে এবং বর্তমানে নবম বছরে পদার্পণ করেছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হলো- এই ‘রিইউনিয়ন সাগা’-তে দেশের ৬৪টি জেলা ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত এসএসসি ২০০০ ব্যাচের বন্ধুরা সরাসরি অংশগ্রহণ করেন। প্রবাসী বন্ধুদের উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত ও স্মরণীয় করে তোলে।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এসএসসি ২০০০ ব্যাচের বন্ধুরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে মানবিক, সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখবে এবং পারস্পরিক বন্ধন, দায়বদ্ধতা ও মূল্যবোধকে ধারণ করে একসঙ্গে এগিয়ে যাবে।
