Logo
Logo
×

সারাদেশ

চার মাসে একদিনও স্কুলে অনুপস্থিত নেই, পুরস্কার পেল ৯ ক্ষুদে শিক্ষার্থী

Icon

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪০ পিএম

চার মাসে একদিনও স্কুলে অনুপস্থিত নেই, পুরস্কার পেল ৯ ক্ষুদে শিক্ষার্থী

নাটোরের বাগাতিপাড়ায় চার মাসে একদিনও স্কুলে অনুপস্থিত ছিল না; শতভাগ উপস্থিত থেকে পুরস্কার পেল ক্ষুদে ৯ শিক্ষার্থী। রোববার উপজেলার ভিতরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ পুরস্কার দেওয়া হয়।

শিক্ষকরা বলছেন, স্কুলে মনোযোগিতা বাড়াতে এই পন্থা অবলম্বন করা হয়েছে। শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে এ অভিনব কৌশলকে স্থানীয়রা ইতিবাচক হিসেবে দেখছেন।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমান জানান, গ্রামাঞ্চলের ক্ষুদে শিক্ষার্থীরা স্কুল কামাই করলে তারা শ্রেণিপাঠে পিছিয়ে পড়ে। ফলে পড়ালেখায় তাদের মনোযোগিতা হারায়। নিয়মিত পাঠদানে আগ্রহ বাড়াতে স্কুলে উপস্থিত থাকতে শিক্ষার্থীদের তিনি নিজের উদ্যোগে পুরস্কার ঘোষণা করেছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এ ঘোষণা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গত ১ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত ৬৮ কার্যদিবসের প্রত্যেক দিন উপস্থিত ছিল ৯ জন শিক্ষার্থী।

তারা হলো- শিশু শ্রেণির মিনহাজুল, তাবাসসুম, আমিনা, দ্বিতীয় শ্রেণির কুলসুম, সোহেলি, তৃতীয়তে সিফাত, মাহিম এবং চতুর্থ শ্রেণির সায়ফা এবং হাসান। এদের প্রত্যেককে দুপুরে স্কুল সমাবেশে তার নিজ অর্থায়নে পুরস্কার প্রদান করা হয়েছে। এর আগে গত জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্তও শতভাগ উপস্থিত থেকে বিভিন্ন শ্রেণিতে ৯ জন শিক্ষার্থী পুরস্কার পেয়েছিল।

এ বিষয়ে স্থানীয় জিয়াউর রহমান বলেন, শিশু শিক্ষার্থীদের স্কুলমুখী করতে শিক্ষকদের এ অভিনব উদ্যোগকে তিনি স্বাগত জানান।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা ড. সাবরিনা আনাম বলেন, শিশু শিক্ষার্থীদের স্কুলমুখিতা ধরে রাখতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নানান উৎসাহমূলক উদ্যোগ নিয়ে থাকে। এ বিদ্যালয়টির এমন উদ্যোগও তার একটা অংশ। বিষয়টিকে তিনিও ইতিবাচক বলে মন্তব্য করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম