Logo
Logo
×

সারাদেশ

ভোলায় নারীকে জুতার মালা পরিয়ে চুল কর্তন ভিডিও ধারণ!

Icon

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৭ পিএম

ভোলায় নারীকে জুতার মালা পরিয়ে চুল কর্তন ভিডিও ধারণ!

পরকীয়ার অভিযোগ এনে ভোলার এক নারীকে প্রকাশ্যে গলায় জুতার মালা পরিয়ে চুল কেটে দেন প্রভাবশালীরা। রোববার বেলা ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। অমানবিকভাবে হেনস্তার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই নারী বোরহানউদ্দিন থানায় একটি অভিযোগ দায়ের করেন।

স্বামী পরিত্যক্তা ওই নারী ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের বাসিন্দা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বড়মানিকা ৫নং ওয়ার্ডের মো. হুমায়ুন কবির নিজ হাতে ওই নারীর গলায় জুতার মালা পরিয়ে দেন। এ সময় তার সঙ্গে আরও কয়েকজন উপস্থিত থেকে ভিডিও ধারণ করেন।

স্থানীয়রা জানান, পরকীয়ার অভিযোগে শাস্তি দেওয়ার নামে এই নারীকে প্রকাশ্যে চুল কেটে জুতার মালা পরানো হয়। তবে ঘটনাটি অনেকেই বিচারবহির্ভূত নির্যাতন বলে আখ্যা দিয়ে নিন্দা প্রকাশ করেছেন।

এলাকার সচেতন মহল অভিযোগ করে বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা সমাজে নারী নির্যাতনের প্রবণতা আরও বাড়িয়ে দিতে পারে।

অভিযুক্ত  হুমায়ুন কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওরা বহুদিন ধরেই অনৈতিক কর্মকাণ্ডে জড়িত। কয়েক মাস আগেও হাতেনাতে ধরা পড়েছিল। তাই এবার বিচার করেছি—চুল কেটে জুতার মালা দিয়েছি। এরপর তাদের বিয়ে হবে।

ঘটনার ব্যাপারে জানতে চাইলে বোরহানউদ্দিন থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, ভুক্তভোগী নারী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম