Logo
Logo
×

সারাদেশ

যুগান্তরে সংবাদ প্রকাশের পর

আলোকিত হলো আঁধারে ঢাকা গলি

Icon

মানিক খান

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০২ পিএম

আলোকিত হলো আঁধারে ঢাকা গলি

ছবি: যুগান্তর

রাজধানীর দক্ষিণখান থানাধীন খাঁনপাড়া এলাকায় সড়ক বাতি স্থাপন প্রসঙ্গে দেশের শীর্ষস্থানীয় ও জনপ্রিয় দৈনিক যুগান্তর পত্রিকায় সংবাদ প্রকাশের পর দ্রুত পদক্ষেপ নেয় ঢাকা উত্তর সিটি করপোরেশন। এর ফলে দীর্ঘদিন অন্ধকারে ঢাকা গলিটি আজ আলোয় ভরা নতুন রূপ পেয়েছে।

স্থানীয়রা জানান, বহুদিন ধরে খাঁনপাড়া এলাকার জয়নাল মার্কেট সংলগ্ন দুই নং খাঁনপাড়া জামে মসজিদ রোডটিতে কোনো ধরনের উন্নয়নকাজ হয়নি। আশপাশের এলাকায় নানা উন্নয়নকাজ হলেও অজানা কারণে প্রায় ৮০০ মিটার দীর্ঘ এ সরু পথটি থেকে গেছে অযত্ন ও অবহেলায়। ফলে সন্ধ্যার পর অন্ধকারে ডুবে থাকা এই পথ দিয়ে শিক্ষার্থী, নারী ও কর্মজীবী মানুষেরা ভয়ে-ভয়ে চলাচল করতেন।

প্রায় দুই মাস আগে স্থানীয়দের পক্ষ থেকে এ পথে মোট ৮টি সড়ক বাতি স্থাপনের জন্য সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপসচিব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কয়বার রহমানের কাছে লিখিত আবেদন জমা দেওয়া হয়। এরপর বিষয়টি যাচাই করে যুগান্তর এ প্রতিবেদন প্রকাশিত হলে তা দ্রুত কার্যকর হয়।

আবেদনে ৮টি বাতির কথা থাকলেও সড়ক বাতির স্বল্পতার কারণে ঢাকা উত্তর সিটি করপোরেশন ৬টি বাতি স্থাপন করে। তারপরেও পথটি এখন আলোকিত হয়ে উঠেছে। এতে পথচারীরা স্বস্তি ও নিরাপত্তা নিয়ে চলাচল করতে পারছেন।

এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দারা ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং যুগান্তর পত্রিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

স্থানীয় বাসিন্দা মো. মোল্লা বলেন, ‘আমাদের এই পথটিতে কোনোদিন আলো জ্বলবে—এটা যেন স্বপ্নের মতো ছিল। এখন সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। সিটি করপোরেশন যদি সরু পথগুলো নিয়ম মেনে প্রশস্ত করার উদ্যোগ নেয়, তবে আমাদের কৃতজ্ঞতার শেষ থাকবে না।’

অপর এক বাসিন্দা ও টি-স্টলের মালিক মো. রাকিব হোসেন জানান, ‘এখন পথ চলতে আর ভয় লাগে না। আমরা নিরাপদে স্বস্তি নিয়ে চলাফেরা করতে পারছি। এজন্য সিটি করপোরেশন ও যুগান্তর পরিবারকে ধন্যবাদ জানাই।’

অঞ্চল-০৭ (দক্ষিণখান) এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপসচিব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খয়বর বলেন, ‘এলাকাভিত্তিক উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। ধীরে ধীরে সব অন্ধকারাচ্ছন্ন রাস্তাই আলোকিত হবে।’

অঞ্চলের আরেক কর্মকর্তা সাহীন সিদ্দীকি বলেন, ‘এখন আর ভয় নয়, স্বস্তি নিয়ে চলাচল করবেন খাঁনপাড়াসহ সব এলাকার মানুষ। এটি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম