Logo
Logo
×

সারাদেশ

চিতলমারীতে ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে জনজীবনে ভোগান্তি

Icon

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৬ পিএম

চিতলমারীতে ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে জনজীবনে ভোগান্তি

চিতলমারীতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে টানা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে বিক্ষোভ মিছিল।

বাগেরহাট জেলায় ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে সকাল ৬টা থেকে চিতলমারী কার্যত অচল হয়ে পড়েছে। উপজেলার প্রধান প্রধান সড়ক অফিস, ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান কার্যত বন্ধ রয়েছে। এতে জনজীবন চরম ভোগান্তিতে পড়েছে।   

বৃহস্পতিবার (১১ সেপ্টন্বর) সকাল থেকে বিএনপি, জামায়াতে ইসলামীসহ সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা হরতাল ও সড়ক অবরোধের কারণে উপজেলার যান চলাচল এবং ব্যবসা বানিজ্য ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে পড়ে। চিতলমারী থেকে ঢাকা মাওয়া-গোপালগঞ্জ-খুলনা-নাজিরপুরসহ আন্তঃজেলা ও দুরপাল্লার রুটে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। হরতালের সমর্থনে সড়ক-আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে, গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। 

উপজেলার দোকান পাট, ব্যবসা-বাণিজ্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অঞ্চলিক মহাসড়কসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পিকেটারদের অবস্থান দেখা গেছে।  

সকাল ১০টার দিকে উপজেলার কুনিয়া বাসস্ট্যান্ডে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেন সর্বদলীয় সম্মিলিত কমিটি। বিক্ষোভ শেষে বক্তব্য রাখেন, চিতলমারী উপজেলা সর্বদলীয় সম্মিলিত কমিটির আহবায়ক ও উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মনিরুজ্জামান, উপজেলা সম্মিলিত কমিটির সদস্য সচিব ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রটারী মোঃ জাহিদুজ্জামান নান্না, কলাতরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কচি প্রমুখ। 

এর আগে  নির্বাচন কমিশন বাগেরহাট জেলার ৪টি আসনের মধ্যে একটি কমিয়ে গত ৪ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করে আসনের সিমানা পুনর্বিন্যাস চুড়ান্ত করা হয়। এর প্রতিবাদে জেলার রাজনৈতিক সামাজিক ও নাগরিক সংগঠন সর্বদলীয় সম্মিলিত কমিটির ব্যানারে দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার হরতাল আহবান করেন।  

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম