Logo
Logo
×

সারাদেশ

বিদেশি অস্ত্রসহ ইউপি চেয়ারম্যান আটক

Icon

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৫ পিএম

বিদেশি অস্ত্রসহ ইউপি চেয়ারম্যান আটক

খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউপি চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজুকে (৪০) বিদেশি অস্ত্রসহ আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে খুলনা নগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।

 আটক আবু জাফর সিদ্দিকী রাজু পাইকগাছার হরিঢালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। 

এ বিষয়ে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর ইসলাম জানান, বেশ কিছুদিন ধরেই রাজু গোয়েন্দা নজরদারিতে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে নগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে একটি টিম তাকে আটক করে। আটকের পর রাজু-কে মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়। 

ডিবির ওসি তৈমুর ইসলাম আরও জানান, আটকৃত ইউপি চেয়ারম্যান রাজুর ব্যবহৃত প্রাইভেট কার ও বিদেশি অস্ত্র জব্দ করা হয়েছে। উক্ত ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম