Logo
Logo
×

সারাদেশ

বাগাতিপাড়ায় গৃহবধূর বিষপান, তিন দিন পর মৃত্যু

Icon

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৩ পিএম

বাগাতিপাড়ায় গৃহবধূর বিষপান, তিন দিন পর মৃত্যু

নাটোরের বাগাতিপাড়ায় পারিবারিক কলহের জেরে বিষপানের তিন দিন পর আন্নি খাতুন (২১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়। আন্নি উপজেলার বেগুনিয়া গ্রামের পরশ মন্ডলের স্ত্রী।

শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

মৃত আন্নি উপজেলার চিথলিয়া গ্রামের আশরাফুল ইসলাম ও শামীমা বেগম দম্পতির মেয়ে। 

পারিবার জানায়, দুই বছর আগে পারিবারিকভাবে পরশ মন্ডলের সঙ্গে আন্নির বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের কলহ চলছিল। এর জেরে গত ৯ সেপ্টেম্বর সকালে আন্নি ঘরে থাকা জমিতে ব্যবহৃত আগাছা নিধন কীটনাশক পান করেন। 

ঘটনাটি বুঝতে পেরে পরিবারের সদস্যরা ওই দিনই দ্রুত তাকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিন দিন পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর রাতে আন্নির মৃত্যু হয়। 

বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজনীন আখতারী জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের পরে গৃহবধূ আন্নি খাতুনের লাশ পরিবারের কাছে দেওয়া হবে। এ বিষয়ে বাগাতিপাড়া থানায় একটি ইউডি মামলা করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম