Logo
Logo
×

সারাদেশ

গোসাইরহাটে বেকারি কারখানায় আগুন

Icon

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৩ এএম

গোসাইরহাটে বেকারি কারখানায় আগুন

আগুনে পুড়ে যাওয়া বেকারির ছবি। ছবি: যুগান্তর

শরীয়তপুর গোসাইরহাটে আগুন লেগে ভান্ডারি নামে একটি বেকারি কারখানা পুড়ে গেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার পৌর এলাকার নদীরপাড় বাচ্চু ঢালীর ওয়ার্কশপের উত্তর পাশে ভান্ডারি বেকারিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

বেকারির চুলায় দেওয়া লাকড়ি অথবা পাশের বাড়ির রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন মালিক ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

আগুনে পুড়ে প্রায় ৭লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভান্ডারি বেকারির মালিক মো. মুকুল সরদার। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে মালিক এবং অন্য কর্মচারীরা বেকারি কারখানা বন্ধ করে বাড়ি চলে যান। ওই সময় কারখানায়  নামের এক কর্মচারী ঘুমিয়ে ছিল। রাত পোনে ২টার দিকে আগুনের তাপে ওই কর্মচারীর ঘুম ভেঙে গেলে সে চিৎকার দিয়ে বাইরে বের হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ আনলেও কারখানার মালামাল পুড়ে যায়।

এ সময় আগুনে পুড়ে যাওয়া ভান্ডারি বেকারির মালিক মো. মুকুল সরদার বলেন, রাত ১০টার দিকে আমি কারাখানা থেকে বাড়ি চলে যাই এবং কর্মচারীরা সবাই ঘুমিয়ে পড়ে। রাত পোনে ২টার দিকে আগুন লাগে আমি খবর পেয়ে দ্রুত বাড়ি থেকে চলে আসি এবং ফায়ার সার্ভিস কে খবর দেই। আমার কারখানার চুলা থেকে আগুন লাগেনি। সম্ভবত পাশের বাড়ির রান্নাঘরের চুলা থেকে আগুন লাগতে পারে।

ফায়ায় সার্ভিস কর্মী মিল্টন জানান, তদন্তে করে পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়া হবে।  

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম