দাম্পত্য কলহে প্রাণ গেল গৃহবধূর, স্বামী আটক
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পারিবারিক কলহের জেরে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে রোকেয়া বেগম (৪৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
জয়পুরহাটে শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ খুনের ঘটনা ঘটেছে সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের তাজপুর গ্রামে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে নিহত রোকেয়া বেগমের ঘাতক স্বামী জহির উদ্দিনকে তার নিজ বাড়ি থেকে এলাকাবাসীদের সহযোগিতায় আটক করেছে পুলিশ।
এ ব্যাপারে জয়পুরহাট সদর থানার ওসি তামবীরুল ইসলাম জানান, তাজপুর গ্রামের দম্পতি জহির উদ্দিন ও রোকেয়া বেগমের মধ্যে দীর্ঘদিন থেকে দাম্পত্য কলহ চলে আসছিল। তার জেরে শুক্রবার দিবাগত রাতে জহির উদ্দিন তার স্ত্রী রোকেয়া বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর বাড়িতেই অবস্থান করছিলেন। সকালে ঘটনাটি জানাজানির পর জহির উদ্দিনকে তার বাড়ি থেকে আটক করা হয়। পরে রোকেয়া বেগমের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জয়পুরহাটের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মামলা দায়েরের পর পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

-68c52b24cf5e4.jpg)