Logo
Logo
×

সারাদেশ

মাছধরার ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণ, ৩ জেলে দগ্ধ

Icon

যুগান্তর প্রতিবেদন, কুয়াকাটা (পটুয়াখালী)

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৮ পিএম

মাছধরার ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণ, ৩ জেলে দগ্ধ

পটুয়াখালীর মহিপুরে খাপড়াভাঙ্গা নদীতে একটি মাছধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জেলে দগ্ধ হয়েছেন। এরমধ্যে জহির হোসেন (৫৫) নামের এক জেলের শরীরের ৫৫ শতাংশ পুড়ে গেছে। 

এছাড়া এসময় ট্রলারের পেছনের কিছু অংশ পুড়ে যায়। 

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় আলমগীর মৃধার তেলের ঘাটে এ দুর্ঘটনা ঘটে। 

গুরুতর আহত জহিরকে কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত দুই জেলে শহিদুল (৩০) ও সাইফুল (৩০)ইসলাম প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, নামবিহীন ফারুক মাঝির ট্রলারটি খাপড়াভাঙ্গা নদীতে নোঙ্গর করা অবস্থায় ছিলো। সকালে রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। পরে স্থানীয়রা তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিদগ্ধ জেলেদের সহায়তার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম