Logo
Logo
×

সারাদেশ

শিবচরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

Icon

শিবচর (মাদারীপুর) প্রতি‌নি‌ধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ এএম

শিবচরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

মাদারীপুরের শিবচরে হত্যা মামলায় জা‌মিনে আসা যুবককে প্রকাশ্যে কু‌পি‌য়ে হত্যার ঘটনা ঘটেছে। পূর্ব শত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে।

রোববার ( ১৪সে‌প্টেম্বর) রাত অনুমান সাড়ে ৮টায় শিবচর বাজার ইউসিবি ব্যাংকের এটিএম বুথের সামনে প্রকাশ্যে মো. রাকিব মাদবর (২৫) নামে যুবককে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

নিহত রাকিব মাদবর চর শ্যামাইল গ্রামের মো. নাসির মাদবরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রাকিব মাদবর একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। সম্প্রতি তিনি সেই মামলায় জেল খেটে জামিনে মুক্তি পেয়েছিলেন। 

ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। হত্যাকারীরা এলোপাতা‌ড়ি কু‌পি‌য়ে দ্রুত পা‌লিয়ে যান। ঘটনার পরপরই আশপাশের লোকজন গুরুতর আহত রাকিব মাদবরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শিবচরে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

শিবচর থানা অফিসার ইনচার্জ মো. রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছে এবং জড়িত দোষীদের দ্রুত গ্রেফতারে জোর চেষ্টা চালাচ্ছে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম