Logo
Logo
×

সারাদেশ

মহাদেবপুরে সাংবাদিক আইনুলের মায়ের ইন্তেকাল

Icon

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪১ পিএম

মহাদেবপুরে সাংবাদিক আইনুলের মায়ের ইন্তেকাল

নওগাঁর মহাদেবপুরে দৈনিক যুগান্তর পত্রিকার মহাদেবপুর প্রতিনিধি ও মহাদেবপুর প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক আইনুল হোসেনের মা মোছা. জায়েদা বেগম (৮৪) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসার সময় রোববার বিকাল ৫টায় রাজশাহীতেই তিনি মারা যান। সোমবার বেলা ১১টায় ডাকবাংলো মাঠে জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

এর আগে শনিবার রাত দেড়টার দিকে উপজেলা সদরের কলোনিপাড়ায় নিজ বাড়িতে স্ট্রোক করেন তিনি। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে পরে ওই রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মরহুমা জায়েদা বেগম সাত ছেলে, পাঁচ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক আইনুলের মায়ের মৃত্যুতে বিভিন্ন সামাজিক সংগঠন, সাংবাদিক সমাজ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ গভীর শোক প্রকাশ করেছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম