Logo
Logo
×

সারাদেশ

বাগমারার গাওড়া বিল

স্কুল নিল লিজ, মাছ চাষ করছেন যুবদল নেতা

Icon

আবু বাককার সুজন, বাগমারা (রাজশাহী)

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৭ পিএম

স্কুল নিল লিজ, মাছ চাষ করছেন যুবদল নেতা

বাগমারার গাওড়া বিল। সংগৃহীত ছবি

বাগমারার শ্রীপুর ইউনিয়নের গাওড়া বিল সরকারিভাবে লিজ নেওয়া হয়েছে চাঁইপাড়া উচ্চ বিদ্যালয়ের নামে। তবে কাগজপত্র অনুযায়ী বিলটি স্কুলের নামে লিজ নেওয়া হলেও ক্ষমতার দাপট দেখিয়ে শ্রীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি রহিদুল ইসলাম ওই বিলে মাছ চাষ করছেন। 

জানা গেছে, শ্রীপুর ইউনিয়নের চাঁইপাড়া মৌজায় গাওড়া বিলে সাত বিঘা সরকারি খাস জমি (জলাশয়) রয়েছে। সম্প্রতি চাঁইপাড়া উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে স্কুলের উন্নতিকল্পে মাছ চাষের প্রতিশ্রুতি দিয়ে ওই বিলের খাস জমি উপজেলা জলমহাল ইজারা কমিটি কর্তৃক সরকারিভাবে লিজ নেওয়া হয়। 

মঙ্গলবার সরজমিনে এলাকায় গিয়ে দেখা গেছে, ওই বিলে মাছ চাষের সুবিধার জন্য বিলের স্বাভাবিক পানি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে জলাবদ্ধতার কারণে বিলের সমস্ত কৃষি জমিতে চাষবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। এছাড়া অতিরিক্ত জলাবদ্ধতার কারণে বিল সংলগ্ন চাঁইপাড়া ও দুর্গাপুরের গোপালপুর গ্রামের কিছু বসতবাড়ি, ফলজ ও বনজ গাছের বাগান এবং শতাকি কৃষকের পানবরজ হুমকির মুখে পড়েছে।

গোপালপুর গ্রামের গরীব কৃষক আহাদ আলী ও আব্দুল হালিম অভিযোগ করে বলেন, স্কুল কর্তৃপক্ষ ওই বিলে মাছ চাষের বিনিময়ে বিলের চারদিকে মাটি ফেলে বাঁধ দিয়ে তাদের বাড়িঘর, পানবরজ ও ভিটা জমি রক্ষা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু পরবর্তীতে স্কুল কর্তৃপক্ষ তা না করায় তাদের বাড়িঘর ও পানবরজ এখন হুমকির মুখে পড়েছে।

এ বিষয়ে চাঁইপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন ও সভাপতি জাকিরুল ইসলাম বলেন, উপজেলা জলমহাল ইজারা কমিটি কর্তৃক স্কুলের নামে বিলটি তিন বছরের জন্য লিজ নেওয়া হয়েছে। কিন্তু শ্রীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি রহিদুল ইসলাম ক্ষমতার দাপট দেখিয়ে ঝামেলা সৃষ্টি করায় পরবর্তীতে বিলটি তার নামে সাব লিজ দেওয়া হয়েছে।

এদিকে রহিদুল ইসলাম বলেন, ওই বিলে তার হাঁসের খামার রয়েছে। এ কারণে হাঁস পালনের উদ্দেশ্যে স্কুল কর্তৃপক্ষের কাছে থেকে স্ট্যাম্পে লিখিত চুক্তিপত্রের মাধ্যমে তিনি তিন লাখ টাকার বিনিময়ে বিলটি সাব লিজ নিয়েছেন।

উপজেলা জলমহাল ইজারা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, স্কুলের নামে খাসজমি লিজ নিয়ে অন্য কাউকে সাব লিজ দেওয়ার বিধান নাই। এই নিয়ম কেউ অমান্য করলে তার লিজ বাতিল হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম