Logo
Logo
×

সারাদেশ

শিকারির ফাঁদে আটকা ৪৫ পাখি আকাশে অবমুক্ত

Icon

সুজানগর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৬ পিএম

শিকারির ফাঁদে আটকা ৪৫ পাখি আকাশে অবমুক্ত

ছবি: যুগান্তর

পাবনার সুজানগর উপজেলার স্থানীয় বিভিন্ন চর এলাকায় খাবারের খোঁজে আশ্রয় নেওয়া পাখিকে ফাঁদে আটকেছিল একদল শিকারি। খাঁচায় ভরে পাখিগুলো বিক্রিই ছিল তাদের উদ্দেশ্য।

মঙ্গলবার সকালে উপজেলার কেষ্টপুর বাজার এলাকা থেকে ৪৫টি ঘুঘু পাখি উদ্ধার করেছে থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাখি রেখে শিকারিরা পালিয়ে যান।

উপজেলা পরিষদ চত্বরে উদ্ধার পাখিগুলো আকাশে অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ ও থানার ওসি মজিবর রহমান। 

উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, প্রকৃতিতে শীতের আমেজ শুরু হতেই রঙ-বেরংয়ের অতিথি পাখির কলতানে মুখরিত হয়ে থাকে গাজনার বিলসহ স্থানীয় চরাঞ্চলগুলো। দেখা মেলে সাদা বক, বালিহাঁস, মাছরাঙ্গা, সারস, পানকৌরীসহ দেশি বিদেশি অসংখ্য পাখি। 

তিনি বলেন, দিগন্তজোড়া উন্মুক্ত হাওয়ায় পাখা মেলে বিল ও চরাঞ্চলের একপ্রান্ত থেকে অপরপ্রান্ত পর্যন্ত উড়াউড়ি করে।  খাবারের খোঁজে নানা প্রজাতির অতিথি পাখি ঝাঁকে ঝাঁকে আশ্রয় নেয় স্থানগুলোতে। পাখি প্রকৃতির সম্পদ। যদি কেউ প্রকৃতির ভারসাম্য নষ্টের চেষ্টা করে তবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

থানার ওসি মজিবর রহমান বলেন, প্রকৃতিতে স্বাধীনভাবে বিচরণ করা পাখির অধিকার। বাজারগুলোতে যেভাবে অসংখ্য পাখি জালে ও খাঁচায় বন্দি করে বিক্রি করা হয় তা শুধু বেআইনি নয়, নিষ্ঠুরও বটে! 

তিনি জানান, উদ্ধার করা পাখিগুলো প্রাথমিক পর্যবেক্ষণ শেষে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয়েছে। সব নাগরিককে পাখি কেনাবেচা ও খাঁচায় পোষা থেকে বিরত থাকতে এবং এ ধরনের বেআইনি কার্যকলাপের তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম