Logo
Logo
×

সারাদেশ

সার মজুতের মামলায় নারী ইউপি সদস্য হাজতে

Icon

যুগান্তর প্রতিবেদন, আমতলী (বরগুনা)

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৬ পিএম

সার মজুতের মামলায় নারী ইউপি সদস্য হাজতে

ছবি: যুগান্তর

বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের নারী ইউপি সদস্য হেনা আক্তার বুলবুলকে অবৈধ সার মজুতের মামলায় জেলহাজতে পাঠানো হয়েছে। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ইউপি সদস্য মামলার খোঁজ নিতে থানায় এলে পুলিশ তাকে গ্রেফতার করে। বিকালে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে হেনা আক্তারকে জেলহাজতে পাঠান।

১৪ সেপ্টেম্বর রোববার বিকালে আমতলী থানার এসআই কমল চন্দ্র দের নেতৃত্বে পুলিশের একটি দল ও উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপসহকারী উদ্ভিদ কর্মকর্তা মো. জিয়াউর রহমানের যৌথ অভিযানে হেনা আক্তারের বসতঘর ও মুরগির ফার্ম থেকে ৬৪ বস্তা অবৈধ সার উদ্ধার করা হয়।

এসব সারের মধ্যে ৪১ বস্তা ইউরিয়া, ১৩ বস্তা টিএসপি, ৯ বস্তা এমওপি, ১ বস্তা ডিএপি সার ছিল; যার সরকারি মূল্য প্রায় ৮০ হাজার ২৫০ টাকা।

অভিযানের খবর পেয়ে ইউপি সদস্য হেনা আক্তার ও তার স্বামী মজনু চৌকিদার পালিয়ে যান। পরবর্তীতে উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউর রহমান বাদী হয়ে দু’জনকে আসামি করে আমতলী থানায় মামলা করেন।

আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, হেনা আক্তারের বিরুদ্ধে ডিলারশিপ ছাড়া অবৈধ সার মজুত ও বিশেষ ক্ষমতা আইনের অধীনে পৃথক দুটি মামলা রয়েছে। মামলায় তাকে গ্রেফতার করে আমতলী সিনিয়র জুডিশিয়াল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম