Logo
Logo
×

সারাদেশ

সখীপুর উপজেলা বিএনপির সভাপতি সাজুকে অব্যাহতি

Icon

যুগান্তর প্রতিবেদন টাঙ্গাইল ও সখীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৯ পিএম

সখীপুর উপজেলা বিএনপির সভাপতি সাজুকে অব্যাহতি

টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সাজুকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে উপজেলা বিএনপির সহ-সভাপতি নাজিম মাস্টারকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে শাজাহান সাজুকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার স্থলে নাজিম মাস্টার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে তদন্ত করা হবে। তদন্তে প্রমাণিত হলে তাকে স্থায়ী বহিষ্কার করা হবে।

এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী শাজাহান সাজুকে দল থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। 

অব্যাহতির বিষয়ে জানতে চাইলে শাজাহান সাজু বলেন, এ সংক্রান্ত কোনো চিঠি তিনি এখনো পাননি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম