Logo
Logo
×

সারাদেশ

৩৫ বছরেও হয়নি বিদ্যালয়ের পাকা ভবন, ছয় মাসই থাকে জলমগ্ন

Icon

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:১২ পিএম

৩৫ বছরেও হয়নি বিদ্যালয়ের পাকা ভবন, ছয় মাসই থাকে জলমগ্ন

৩৫ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ১৩০নং দক্ষিণ ভূতেদিয়া নব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। ১৯৮৯ সালে ৪৭ শতাংশ জমিতে নির্মাণ করা হয় দুই চালা বিশিষ্ট টিনশেডের এ বিদ্যালয়টি।

বিদ্যালয়টি নিচু জমিতে নির্মাণ হওয়ায় বছরের ছয় মাসই পানি জমে থাকে। ফলে কোমলমতি শিক্ষার্থীরা জলাবদ্ধ অবস্থায় ক্লাস করতে বাধ্য হচ্ছে। এতে পাঠদানের পরিবেশ যেমন নষ্ট হচ্ছে, তেমনি স্বাস্থ্যঝুঁকিতেও পড়ছে শিশুরা।

বিদ্যালয়ে বর্তমানে ৬ জন শিক্ষক ও ৫৮ জন শিক্ষার্থী পড়ালেখা করে। প্রতি বছর সরকারিভাবে বিদ্যালয় উন্নয়ন সংস্কারের অর্থ বরাদ্দ দেওয়া হলেও এ বিদ্যালয়টিতে কোনো বরাদ্দ না আসায়  আজও টিনশেডে ও মাটির ঘরেই চলছে শিক্ষা কার্যক্রম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম খান বলেন, বিদ্যালয়টি  অবকাঠামো উন্নয়নের জন্য একাধিকবার আবেদন করা হয়েছে। কিন্তু আজও কোনো সাড়া পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, বিদ্যালয়ের পরিবেশ বর্তমানে শিক্ষার একেবারেই অনুপযুক্ত। বর্ষার সময় জলাবদ্ধতায় ক্লাশ নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বর্ষাকালে ছাত্রছাত্রীদের বসানোই কষ্টকর হয়ে পড়ে।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা অনিতা রানী দত্ত বলেন, বিষয়টি আমাদের নজরে রয়েছে। যথাযথ কর্তৃপক্ষের কাছে বিদ্যালয়টি পাকা ভবন বরাদ্দের জন্য একাধিকবার সুপারিশ পাঠানো হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার আফসানা রহমান বলেন, নব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পাকা ভবন নির্মাণ ও মাঠ ভরাট বরাদ্দ চেয়ে একাধিকবার যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবকাঠামো নির্মাণে বরাদ্দ না দিলে আমরা কী করব।

বিদ্যালয়টির বর্তমান চিত্র দেখলে যে কারো মন খারাপ হবে- এমনটাই বললেন স্থানীয় সচেতন নাগরিক ও অভিভাবকরা। তাদের দাবি, অবিলম্বে যেন টিনশেড বিদ্যালয়টিকে পাকা ভবন নির্মাণ করে কোমলমতি শিশুদের দুর্ভোগ নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম