Logo
Logo
×

সারাদেশ

বাকেরগঞ্জে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

Icon

যুগান্তর প্রতিবেদক, বাকেরগঞ্জ, বরিশাল

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:২২ পিএম

বাকেরগঞ্জে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

ছবি: যুগান্তর

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার উপকূলীয় অঞ্চলে পূবালী ব্যাংক পিএলসিথর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ। এ সময় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির আঞ্চলিক কার্যালয় বরিশালের উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) ও অঞ্চল প্রধান মুহাম্মদ মুশাহিদুল্লাহ, পূবালী ব্যাংক পিএলসি বাকেরগঞ্জ উপ-শাখার ব্যবস্থাপক কাজী নাজিউর রহমান মনজু, যুগান্তরের স্টাফ রিপোর্টার আল-আমিন মিরাজ প্রমূখ। 

পূবালী ব্যাংক পিএলসির  উদ্যোগে বাকেরগঞ্জের  তুলাতলা নদীর তীর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও লেবুখালী ক্যান্টনমেন্টে  প্রায় ১৮০০০ ফলজ ও বনজ গাছের চারা রোপনের পরিকল্পনার বাকেরগঞ্জের  তুলাতলা নদীর তীরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে বক্তারা বলেন, উপকূলীয় এলাকায় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। পূবালী ব্যাংক সব সময় সামাজিক উন্নয়ন ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডে পাশে থাকবে। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম