লিবিয়া থেকে যাচ্ছিলেন ইতালি
ভূমধ্যসাগরে নিখোঁজ গৌরনদীর ৩৮ জনের সন্ধান মিলেছে
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
লিবিয়া থেকে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নিখোঁজ বরিশালের গৌরনদীর ৩৮ যুবকের সন্ধান মিলেছে। ১৫ সেপ্টম্বর বিকালে নিখোঁজ ৩৮ জনসহ ৭০ বাংলাদেশিকে আটক করে গাম্মুদা কারাগারে সোপর্দ করেছে লিবিয়ার কোস্ট গার্ড। বিষয়টি মানব পাচারকারী চক্রের একাধিক দালাল নিশ্চিত করেছে।
লিবিয়া কোস্ট গার্ডের হাতে আটক ৭০ বাংলাদেশির মধ্যে ৫০ জনই গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ও বার্থী ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা এবং বাকিরা ঢাকা, মাদারীপুর, শরীয়তপুরের বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে জানা যায়। এর আগে ওই যুবকদের নিখোঁজের পর তাদের স্বজনরা ছবি ও পাসপোর্টসহ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সন্ধান চায়।
নিখোঁজদের সন্ধান পাওয়ার পর জীবিত থাকার খবর পেয়ে স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দূর হয়েছে। স্থানীয়রা জানান, ভাগ্য বদলের আশায় ঋণ, ধারদেনা ও জমি বিক্রি করে নিখোঁজ প্রত্যেকেই ১৫ থেকে ১৮ লাখ টাকা করে দালাল চক্রকে দিয়েছিল।
এদিকে, মানব পাচার চক্রের দালাল গৌরনদীর জাকির মোল্লা, বগুড়ার সাজু ও কুষ্টিয়ার লিটন বলেন, গাম্মুদা কারাগারে ১৫ সেপ্টেম্বর রাতে নিখোঁজ ৩৮ জনের সন্ধান মিলেছে। আটক ৭০ জনকে আমরা কারাগার থেকে পর্যায়ক্রমে ছাড়ানোর চেষ্টা করছি। ছাড়ানোর পর তাদের স্বজনদের সঙ্গে মোবাইলে কথা বলাব।
গৌরনদী থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ফেসবুকে বিষয়টি দেখেছি। এ ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে মানব পাচারকারী দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
