Logo
Logo
×

সারাদেশ

কাজিরহাট-গাড়িটানা বাজার সড়ক

ভাঙা সড়কে সীমাহীন দুর্ভোগে লক্ষাধিক মানুষ

Icon

ফটিকছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৭ এএম

ভাঙা সড়কে সীমাহীন দুর্ভোগে লক্ষাধিক মানুষ

সড়কজুড়ে বড় বড় গর্ত আর খানাখন্দে ভরা। বৃষ্টি হলে সড়কে জমে হাঁটু পানি। কার্পেটিং ও পাথর উঠে সৃষ্টি হয়েছে খানাখন্দ। যার ফলে যানবাহন চলছে হেলেদুলে। আবার সড়কের কোনো কোনো অংশ রয়েছে কাদা-পানির দখলে। বৃষ্টির পানি জমে সড়কের একেকটি গর্ত যেন পরিণত হয়েছে ছোটখাটো ডোবায়। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এখন বেহাল দশা চট্টগ্রামের ফটিকছড়ি ও খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার অন্যতম যোগাযোগপথ কাজিরহাট-গাড়িটানা বাজার সড়কটির। বেহাল এই সড়কে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলাচল করছে দুই উপজেলার লক্ষাধিক মানুষ।

স্থানীয়দের অভিযোগ, সংস্কারের অভাবে প্রতিদিনই এই সড়কে যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। দীর্ঘদিন ধরে সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর উদ্যোগের অভাবে তাদের ভোগান্তি দিন দিন বাড়ছে। দ্রুত সংস্কার না হলে সড়কটি সম্পূর্ণভাবে অচল হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন তারা। 

উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, সড়কটির দৈর্ঘ্য প্রায় ১০ কিলোমিটার। এর মধ্যে প্রথম ধাপে ৬ কিলোমিটার সংস্কারের প্রস্তাবনা দেওয়া হয়েছে। প্রস্তাব অনুমোদন সাপেক্ষে দ্রুত কাজ শুরু করা হবে। 

স্থানীয়রা জানান, সড়কটির দুই পাশে রয়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, ভূজপুর রাবার ড্যাম, ভূজপুর শিশুপার্ক, আচিয়া ও কৈয়াছড়া চা বাগান। প্রতিদিন এ সড়ক দিয়ে শত শত শিক্ষার্থী, চা শ্রমিক ও অফিসগামী কর্মকর্তা-কর্মচারী যাতায়াত করেন। শুধু স্থানীয় জনগণই নয়, ভূজপুরের দর্শনীয় স্থানগুলোতে পৌছাতে পর্যটক ও ভ্রমণপিয়াসীরাও এই সড়কের উপর নির্ভরশীল। ফলে সড়কটির গুরুত্ব অপরিসীম। কিন্তু সংস্কারের অভাবে এ গুরুত্বপূর্ণ সড়কটি ব্যবহারকারীদের জন্য যেন এক দুর্ভোগের প্রতীক হয়ে দাড়িয়েছে।

স্থানীয় ব্যবসায়ী তেীহিদ বলেন, রাস্তার অবস্থা এতটাই নাজুক যে, হেঁটে চলাও কষ্টকর হয়ে দাড়িয়েছে। বর্ষার মৌসুমে পুরো রাস্তা পানিতে তলিয়ে যায়।বড় গাড়ি যাতায়াত করলে দোকান কাদায় পরিপূর্ণ হয়ে যায়।  এই অবস্থার কারণে ব্যবসা করা কঠিন হয়ে পড়ছে।

সড়কটির দুরবস্থার কারণে শুধু সাধারণ মানুষই নয়, শিক্ষার্থী ও পর্যটকরাও ভোগান্তিতে পড়ছেন। ভূজপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নাসরিন সুলতানা বলেন, প্রতিদিন কাঁদা-পানি মাড়িয়ে স্কুলে যেতে হয়। অনেক সময় ইউনিফর্মের পাশাপাশি বই-খাতা নষ্ট হয়ে যায়। যদি সড়কটি সংস্কার করা হয়, তবে আমরা আনন্দের সাথে স্কুলে যেতে পারব।

কলেজ শিক্ষক মোস্তাফা আমিন মানিক বলেন, রাস্তার অবস্থা এতটাই নাজুক যে হেঁটে চলাও কষ্টকর হয়ে দাড়িয়েছে। বর্ষার মৌসুমে পুরো রাস্তা পানিতে তলিয়ে যায়। এই সড়ক দিয়ে কলেজে গেলে প্রতিদিন পোশাক নষ্ট হয়ে যায়।

সিএনজি অটোরিকশা চালক মতিন বলেন, এই সড়ক দিয়ে গাড়ি চালানো মানে যেন নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলা। পথে পথে গর্ত থাকায় প্রায়ই গাড়ি বিকল হয়ে যায়। যাত্রী তুলতে গেলেও অনেকে উঠতে চান না। নিয়মিত মেরামতের খরচ বাড়ায় আয়-রোজগার থেকেও বেশির ভাগ অংশ চলে যাচ্ছে গ্যারেজে।

ভূজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এএইচএম শাহজাহান চৌধুরী শিপন বলেন, কাজিরহাট জিসি-গাড়িটানা বাজার সড়কটি এ অঞ্চলের প্রাণ। সড়কটির বর্তমান অবস্থা সম্পর্কে উপজেলা প্রকৌশলীকে অবহিত করেছি। জনগণের দুর্ভোগ কমাতে সড়কটি দ্রুত সংস্কার জরুরি।

ফটিকিছড়ি উপজেলা প্রকৌশলী (এলজিইডি) তন্ময় নাথ বলেন, সড়কটির দৈর্ঘ্য প্রায় ১০ কিলোমিটার, প্রথম ধাপে ৬ কিলোমিটার সংস্কারের প্রস্তাবনা পাঠানো হয়েছে, অনুমোদন মিললেই কাজ শুরু হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, জনগণের কষ্ট আমরা বুঝি। তাই সড়কটি দ্রুত অনুমোদনের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্কার কাজে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে তিনি আশ্বাস দেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম