দুর্গাপুর খাদ্যগুদামে ৮০ মেট্রিক টন পচা চাল, তিনজন বদলি
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহীর দুর্গাপুর সরকারি খাদ্যগুদামে (এলএসডি) খাওয়ার অনুপযোগী ৮০ মেট্রিক টন পচা চাল উদ্ধারের ঘটনায় গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ তিনজনকে অন্যত্র বদলি করা হয়েছে।
সরকারি খাদ্যগুদামে পচা চাল মজুত করার অভিযোগে গত ২৬ আগস্ট দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন সাময়িকভাবে গুদাম সিলগালা করেন। ওই দিনই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর গত ১৭ সেপ্টেম্বর গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামকে সিরাজগঞ্জের কাজীপুরে, দুই নৈশপ্রহরী শাজাহান ও বাবুল কুমারকে বগুড়ায় বদলি করা হয়েছে। তাদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে বিভাগীয় মামলা।
এদিকে গুদামে রক্ষিত ৮০ মেট্রিক টন পচা চাল অপসারণ শুরু হয়েছে বুধবার থেকে। এসব অতি নিম্নমানের চাল সরিয়ে গুদামে মানসম্মত চাল মজুত করার কাজও চলছে। পচা চালের কারণে বন্ধ থাকা খাদ্যবান্ধব কর্মসূচির উপকারভোগীদের মাঝে খাদ্য বিক্রি ও বিতরণ পুনরায় শুরু করা হয়েছে বলে জানিয়েছেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন।
তিনি আরও জানান, দুর্গাপুর খাদ্যগুদামে খাওয়ার অনুপযোগী নিম্নমানের ৮০ মেট্রিক টন চাল উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা। এসব চাল অপসারণের কাজও চলছে। তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে খাদ্য বিভাগ।
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রক ওমর ফারুক জানান, খাওয়ার অনুপযোগী নিম্নমানের চাল মজুতের ঘটনায় জড়িত থাকায় ওসি-এলএসডিসহ তিনজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করে তাদের অন্যত্র বদলি করা হয়েছে। পর্যায়ক্রমে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থাও তাদের বিরুদ্ধে গ্রহণ করা হবে।
